সংবাদ শিরোনাম ::
‘প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার তথ্য মিথ্যা ও বানোয়াট’

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২ বার পড়া হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়া এবং এ বছর থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত বলে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। আর এসব তথ্য মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে এ তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।