নজরদারির নতুন যুগে গণ বিশ্ববিদ্যালয়

- আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এবার সংযোজিত হলো ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবনের সার্ভার রুম থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে প্রাথমিকভাবে ২৮টি ক্যামেরা স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। মূলত, গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাবর্তনের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেয় প্রশাসন।
ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না থাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকির মুখে ছিল শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও আলোচিত ঘটনার কোনো ফুটেজ পাওয়া না যাওয়ায় তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে। নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর অংশ হিসেবে ২০২৩ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ দফা দাবির মধ্যে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করে। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে প্রশাসন আশ্বাস দিয়েছিল, যা অবশেষে বাস্তবায়িত হলো।
সিসিটিভি ক্যামেরা ক্রয় ও স্থাপন কমিটির সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। এতে প্রায় আট লক্ষ টাকা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ৪টি ক্যামেরা, প্রশাসনিক ভবনে ৪টা, ভর্তি অফিসে ১টা, জিমনেশিয়াম এবং তৎসংলগ্ন এলাকায় মোট ৪টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকি ১৫টি ক্যামেরা একাডেমিক বিল্ডিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। পরবর্তীতে আরো কিছু সার্ফেসেও ক্যামেরা বসানো হবে বলে জানা গেছে।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “দীর্ঘ সময় ধরেই নিরাপত্তা নিশ্চিতের কথা প্রশাসন ভেবে আসছে, যা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের দাবীতেও এসেছে। প্রাথমিক ভাবে নিরাপত্তার বেষ্টনীর দেওয়ার কথা থাকলেও তা আংশিক সম্পন্ন হয়েছে। দ্রুতই সুরক্ষা ও নিরাপত্তার নিশ্চিত করতেই এই ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো কিছু জায়গায় প্রয়োজন অনুসারে ক্যামেরা স্থাপন করা হবে।