তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি।

বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ( ১০ জুলাই ২০২৪) বুধবার বিকেলে চলমান কার্যক্রমের অংশ হিসেবে তৃতীয় দফায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে উপশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনায় শিশু কিশোরদের মাঝে ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সঃমঃ আব্দুস সামাদ আজাদ। সম্মানীত অতিথি ছিলেন সান সাইন ক্রিকেট একাডেমীর সভাপতি ও উদয়ন সংঘের উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল প্রমুখ।

তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব এর সভাপতিত্বে ও মেলা কমিটি জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের সভাপতি ও সানসাইন ক্রিকেট একাডেমীর পরিচালক ফরহাদ হোসেন রনি, উদয়ন সংঘ ও সানসাইন ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক আশরাফুল আল্লামিস সালাম, উদয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক ফারহান ইসলাম জীবন,সানসাইন ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ রাজন ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মালিহা নোশিন খান ও খুরশীদ জাহান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানীত অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।

অপরদিকে বিশ্ব পরিবেশ দিবস ও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সান সাইন ক্রিকেট একাডেমীর সভাপতি ও উদয়ন সংঘের উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন, সানসাইন ক্রিকেট একাডেমী ও উদয়ন সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল আল্লামিস সালাম এবং উদয়ন সংঘের সভাপতি ফরহাদ হোসেন রনির নেতৃত্বে সংগঠন চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক মোঃ মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল, পৌর আওয়ামী লীগের সদস্য মোস্তফা কাওসার অপুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

পছন্দের আরো পোস্ট