জাতীয় বিজয় বিতর্ক উৎসবে জবির বাজিমাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের আয়োজনে জাতীয় বিজয় বিতর্ক উৎসব ২০২০ এ বাজিমাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। উৎসবে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে জেএনইউডিএস টিম।

১৪-১৬ ডিসেম্বর তিনদিন ব্যাপী উৎসবে জেএনইউডিএস’র হয়ে অংশ নেন শারমিন সুলতানা নিশি, তৌফিকুল ইসলাম, মইন আল মুবাশ্বির।

জবির টিমের সাফল্যের বিষয়ে উচ্ছ্বাসা প্রকাশ করে জেএনইউডিএস’র সভাপতি মুলহাম হায়দার গালিব বলেন, বিজয় ৭১ হল বিতর্ক উৎসবে এই সাফল্যের মাধ্যমে জেএনইউডিএস নতুন করে আবার উজ্জীবিত হলো। আমি আশা করছি এই সাফল্য তরুণ বিতার্কিকদের জন্য অনুপ্রেরণা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিজয় বিতর্ক উৎসবে জবির বাজিমাত

আপডেট সময় : ০২:৪৬:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের আয়োজনে জাতীয় বিজয় বিতর্ক উৎসব ২০২০ এ বাজিমাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। উৎসবে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে জেএনইউডিএস টিম।

১৪-১৬ ডিসেম্বর তিনদিন ব্যাপী উৎসবে জেএনইউডিএস’র হয়ে অংশ নেন শারমিন সুলতানা নিশি, তৌফিকুল ইসলাম, মইন আল মুবাশ্বির।

জবির টিমের সাফল্যের বিষয়ে উচ্ছ্বাসা প্রকাশ করে জেএনইউডিএস’র সভাপতি মুলহাম হায়দার গালিব বলেন, বিজয় ৭১ হল বিতর্ক উৎসবে এই সাফল্যের মাধ্যমে জেএনইউডিএস নতুন করে আবার উজ্জীবিত হলো। আমি আশা করছি এই সাফল্য তরুণ বিতার্কিকদের জন্য অনুপ্রেরণা হবে।