সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) শহীদ বুদ্ধিজীবি দিবস উদ্যাপন উপলক্ষে অনলাইন আলোচনা সভা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

স্বাগত বক্তব্য রাখেন এসইইউ’র স্কুল অব আর্টস এন্ড সোস্যাল সাইন্সেস এর ডিন অধ্যাপক ড. এম এ হাকিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

পছন্দের আরো পোস্ট