ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ মিছিল করে।
এসময় তারা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের উপর সকল মামলাকে বানোয়াট আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির জোর দাবি করেন তারা। মিছিলে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মাসুদ রুমি মিথুন, আবু দাউদ, আনারুল ইসলাম, ওমর শরিফ, উল্লাস মাহমুদ, মনিরুল , রাফিজ, মামুন ও অন্যান্য নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ বলেন, “ভোটবিহীন অবৈধ সরকার বিএনপিকে দমানোর জন্য নেতাদের উপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। সরকার নিজে গাড়ি পুড়িয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাদের উপর হামলা-মামলা ও গ্রেফতার করে যাচ্ছে। এভাবে বিএনপি ও ছাত্রদলকে দমিয়ে রাখা যাবেনা।”