জবির ছাত্র অধিকার পরিষদ থেকে স্থায়ী বহিষ্কার তিথি সরকার

- আপডেট সময় : ১১:৩৪:০০ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ০ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাময়িক বহিস্কৃত ছাত্রী তিথী সরকারকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক তিথি সরকার কে গত ২৩ অক্টোবর সাময়িক বহিষ্কার করা হয় এবং ৭ (সাত) দিনের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়।
তবে গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়া নিয়ে তার বোন থানায় জিডি করেন তার বোন (স্মৃতি রানী সরকার) তবে তিনি নিখোঁজ না হয়েও আতœগোপন থেকে কারন দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়।