
সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবি প্রতিনিধি।
সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহন করবে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিন্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও সকল বিভাগের সভাপতির অংশগ্রহনে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের মতামত অনুযায়ী সমন্বিত পরীক্ষা পদ্ধতির বদলে পূর্বের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহন করার সিন্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।’
পরীক্ষা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।