রুয়েটে স্থাপনা নির্মানে সিমেন্ট ব্যবহার বিষয়ক সেমিনার

ruet-thereport24রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে “Innovations in Cement Composition and Application” বিষয়ক একটি বিশেষ সেমিনার

 

বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। তিনি বলেন, ছোট বড় সব স্থাপনা নির্মানে সঠিক পরিমানে সিমেন্ট ব্যবহারের গুরুত্ব অপরিসীম। কাজেই সিমেন্টের কার্যকর ব্যবহার এবং এর প্রয়োগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার ক্ষেত্রে সিমেন্ট কোম্পানিগুলোকে উদ্যোগ নেয়ার জন্য তিনি আহ্বান জানান।

 

শাহ সিমেন্ট কোম্পানির সহায়তায় রুয়েটের পুরকৌশল বিভাগ এই সেমিনারটি আয়োজন করে। পুরকৌশল বিভাগের প্রধান ড. এন এইচ এম কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুস সোহবান এবং শাহ সিমেন্টের ব্রান্ড ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর ম্যাটারিয়াল এন্ড মেট্রোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম। সেমিনারে রুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#

 
আরএইচ

পছন্দের আরো পোস্ট