রায়হান মুশফিকের দুটি কবিতা
” ব্যাচেলর ”
রায়হান মুশফিক
চেক শার্টটার রং জ্বলেছে আর
হাতার দুইটা বোতাম ছিড়েছে মাত্র
ছ’বছর ধরে জিন্স প্যান্টটা
দিব্যি চলে যাচ্ছে এখনো
গোড়ালি ছেড়া তাতে কী!
বালিশের উপর রুমাল দেওয়ায়
কভারটা তাই পুরোনো হয়নি।
ধার দেনা করে দিন চলে যায়
টিউশনির বেতনটা ধার শোধেই শেষ,
মানিব্যাগের আধপেট ভরে পরের টাকায়
নিজের বলতে শুধু নগত কেনা।
তিন বছর যাবত মেসের
খুপড়ি ঘরেই আছি
আরো তিনজন থাকে আমার সাথে
ছোট্র ভেন্টিলেটরের ফাঁকে
একজোড়া চড়ুই পরিবার
আর একটা শ দেড়েক ওজনের টিকটিকি।
ওদের সাথে দেখা হয় রাতে
ব্যাচেলরের ঘরে পড়ে থাকা সাজে?
দিন শেষে ঘরে ফিরে
চড়ুইদম্পতির প্রেমালাপ শুনে আর
টিকটিকির পোকা খাওয়া
দেখতে দেখতে ঘুমাই প্রতিনিয়ত।
“ওপারে”
রায়হান মুশফিক
হয়ত হারিয়ে যাব আমি
দুরে বহু দুরে
কোন এক কাক ডাকা ভোরে,
পাখির ডাকে ঘুম ভাঙ্গবে না আর।
সকালের আলো সূর্যের তেয
কিছুই দেখব না,
পড়ে রবে সব যা ছিল আমার
এ জগতের।
হয়ত ঘুমিয়ে পড়ব আমি
গভীর ঘুমে
কোন এক সন্ধায়,
আধারের মাঝে খুব নির্জনে
ঘুমাব আমি নিঃশব্দে।
কোন তাড়া নেই নেই ব্যস্ততা
শুধু ঘুম আর ঘুম।
ঝিঝিদের গান শুনব
প্রতি সন্ধায় অামি একা,
হয়ত মাঝরাতে ডাহুকের সাথে
কথা বলব আমি একা।
হারিয়ে যাব আমি
না ফেরার দেশে,
হয়ত আকাশে মৃদু বাতাসে
গন্ধ ভাসবে আমার।
শুধু আমি থাকব না
আমিহীন সবকিছু
চলবে আগের মতই…..
মোঃ মুশফিকুজ্জামান রায়হান
৩য় বর্ষ, অর্থনীতি বিভাগ, সরকারি বি এল কলেজ, খুলনা।