ইবি আল ফিকহ বিভাগের নয়া সভাপতি ড. নুরুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন ও শরীয়াহ অনুষদের আল ফিকহ বিভাগের নতুন সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. নুরুল ইসলাম দায়িত্ব গ্রহন করেছেন। তিনি ড. নাজিম উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন। আগামী তিন বছর তিনি আল ফিক্হ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
রোববার বিভাগের সভাপতির কার্যালয়ে নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জাকারিয়া মজুমদার, প্রফেসর ড. নাজিমুদ্দিন, প্রফেসর ড. শাহিনুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি হিসেবে ড. নুরুল ইসলাম বলেন, আল ফিক্হ বিভাগকে সম্পূর্ণ সেশন জট মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সেশন জট কমিয়ে যেন একটি মডেল বিভাগ হিসেবে গড়তে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।##