আমলায় বিসিএস সাধারন শিক্ষা সমিতির মানববন্ধন

- আপডেট সময় : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬ ০ বার পড়া হয়েছে
সারাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বিসিএস সাধারন শিক্ষা সমিতি আমলা সরকারী ডিগ্রি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
আমলা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকরাম হোসেন, বাংলা বিভাগের প্রভাষক ধনঞ্জয় মজুমদার, রসায়ন বিভাগের প্রভাষক হাফিজুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম, মাহাবুবুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মাহামুদা পারভীন, দর্শন বিভাগের প্রভাষক আজিজুল ইসলাম, মর্শিদা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইয়াকুব আলী, আমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম প্রমুখ। এসময় কলেজের অফিস স্টাফ শফিকুল ইসলাম, লুৎফর রহমান, সাইদুল ইসলাম, মমতাজ বেগমসহ কলেজের সকল ছাত্র/ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
আরএইচ