মাহবুব আলমের কবিতা “তুমিই আমার সব”

একটুখানি দাওনা দেখা
মনটা আমার ভিষণ একা
তোমায় আমি একটু দেখে
যাব আমি ঘুমের দেশে
..

 

নয়তো আমার অবুঝ মনটি
মানছে না যে কোন মানা
হঠাৎ করে মনের মাঝে
স্বপ্ন সেজেছে রঙ্গিন সাজে
..

 

অনেক দিন অনেক করেছি
এখন আমি শুধুই ভাবছি
তুমিই আমার সব।
..

 

বাকি জীবন এ বুকেতে
তোমায় রাখবো আদর করে
ভালবাসার সোহাগ দিয়ে
চলে যাব ওই দেশেতে।
#

পছন্দের আরো পোস্ট