কুবিতে বৃক্ষ নিধন করে ভবন নির্মাণের প্রতিবাদ

cou pic 1লাল পাহাড়ঘেরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বৈশাখী চত্ত্বরে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘গাছ কেটে প্রহসনের ভবন চাই না’, ‘প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হতে দিবো না’ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়।এ সময় শিক্ষার্র্থীরা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে, বিভিন্ন ফলদায়ক বৃক্ষ কেটে প্রশাসন যে ভবন নির্মাণের পরিকল্পনা করছে আমরা তা কখনোই হতে দিবো না। অনতিবিলম্বে প্রশাসনের এহেন কার্যক্রম বন্ধ করার দাবি জানাচ্ছি।

 

একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, পাহাড়ি রুক্ষ ও খটখটে মাটির এই ক্যাম্পাসের সবচাইতে মনোরম ও শীতল জায়গা হচ্ছে বৈশাখী চত্ত্বর। কিন্তু এ স্থলেই নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ উজাড় করে প্রশাসন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বাসভবন তৈরির উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রাথমিকভাবে মাটি পরীক্ষার কাজও শুরু করেছে তারা।

 

গত বছর থেকে এখানেই বৈশাখী মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে ভবন নির্মাণের পরিকল্পনায় শিক্ষার্থীরা এর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।মানববন্ধন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা ।

 

 

পছন্দের আরো পোস্ট