৬ দফা দাবীতে বাকৃবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

BAU SSF Pic2রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল ও ক্যাম্পাসের সমস্যা সংকট নিরসনে ছয় দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার সময় ঐ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহ- সভাপতি জুনায়েদ হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা দেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলসহ নতুন ছাত্রী হলের নাম ‘রোকেয়া হল’, বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করাসহ ছয় দফা দাবী পেশ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট