২৭ জুলাই ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত যোগাযোগ বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডারস) বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৭ জুলাই ২০১৬ বুধবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠেয় এতে বিশিষ্ট শিশু মনস্তত্ত্ববিদ ও অটিজম বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়েমা ওয়াজেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিভাগের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।