ঢাবিতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কাল

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল সোমবার  সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।

 

গত ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ”সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়” শীর্ষক এক সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়। ##

পছন্দের আরো পোস্ট