গ্রীন ইউনিভার্সিটিতে জাতীয় বাজেট নিয়ে সেমিনার

- আপডেট সময় : ০৫:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬ ০ বার পড়া হয়েছে
গ্রীন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর উদ্যোগে জাতীয় বাজেট ২০১৬-২০১৭ এর উপর “পোস্ট বাজেট রিফ্লেকশন অন ন্যাশনাল বাজেট ২০১৬-১৭” শিরোনামে এক সেমিনার রবিবার (২৪জুলাই) বিশ্ববিদ্যালয়ের গ্রিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গ্রীন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম সামদানী ফকির-এর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেনচেয়ারম্যান, ইস্ট ওয়েষ্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ।
সেমিনারে জাতীয় বাজেট ২০১৬-১৭ এর বিভিন্ন দিক বিশেষ করে ক্রমবর্ধমান শিক্ষাখাত, দারিদ্র বিমোচন, জনসংখ্যা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতের জন্য বরাদ্দ নিয়ে বস্তুনিষ্ট আলোচনা করেন। তারা বলেন, মুদ্রাস্ফীতি ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে বাজেটে শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হচ্ছেনা। এবারের বাজেটে শিক্ষাখাত তৃতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গত এক দশকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। কাজেই শিক্ষা খাতের জন্য বরাদ্দের হার বৃদ্ধি করা প্রয়োজন।
গ্রিন বিজনেস স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং ছাত্র-ছাত্রীরা জাতীয় বাজেটের উপর একটি প্রেজেন্টশন প্রদর্শন করেন। অন্যান্যের মধ্যে গ্রীন ইউনিভার্সিটির ট্রেজারার জনাব মো: শহীদ উল্লাহ, রেজিস্ট্রার লে. জেনারেল মোঃমইনুল ইসলাম (এলপিআর), পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমকে নাজমুলহক, ডাইরেক্টর (একাউন্টস এন্ড ফাইন্যান্স) জনাব আশরাফুল আনোয়ার বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।##