কুয়েট অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০১৬ ০ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে রবিবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় যন্ত্রকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ গোলাম কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন প্রফেসর ড. নাসিম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন, প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন, প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, কর্মকর্তাদের মধ্যে মোঃ মাগফুরুর রহমান. শিকদার সাইফুল ইসলাম, মিনা মনিরুল ইসলাম, কর্মচারীদের মধ্যে শাহেদুজ্জামান শেখ, পল্লব কুমার জোয়ার্দার প্রমূখ।অনুষ্ঠানে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।##