ইউল্যাবে ইলেকট্রিকস সার্কিট সিমুলেশন শীর্ষক কর্মশালা

শনিবার (২৩ জুন) ইউনিভার্সিটি অফ লিবেরাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ ইলেক্ট্রনিকস সার্কিট সিমুলেশন ও পিসিবি ডিজাইন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষধের শিক্ষার্থী দের সিমুলেশন সফটওয়্যার এর সাথে পরিচিতি ও দক্ষ করে তোলার লক্ষ্যে ইউল্যাব ইলেক্ট্রনিক ক্লাব এ কর্মশার আয়োজন করে। এতে প্রথম বর্ষের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। কর্মশালাটি পরিচালনা করেন ইউল্যাব ইলেক্ট্রনিকস ক্লাব এর প্রেসিডেন্ট শাকিব রাহাত চৌধুরী।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট