জঙ্গিবাদের প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির র্যালী
সারাদেশে জঙ্গি তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, শিক্ষক সমতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলি উল্ল্যাহ প্রমুখ।
এসময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক সমতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. ইকবাল হোসেন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষক নেতৃবৃন্দ।