মৃত্যুঞ্জয়ী হওয়ার গল্প বললেন অর্থহীনের ‘বেইজবাবা’

মঙ্গলবার (১৯ জুলাই) ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের সহযোগিতায় ইউল্যাব মিডিয়া ক্লাব আয়োজন করে ‘বিটউইন লাইফ, ডেইথ অ্যান্ড রক অ্যান রোল’। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন।

 

চমৎকার এই বেইজ প্লেয়ার, গায়ক ও গীতিকার, যিনি তার শ্রোতাদের কাছে ‘বেইজবাবা’ হিসেবেই বেশি পরিচিত, অনুষ্ঠানটিতে মরনব্যাধি ক্যান্সারকে শেষমেশ হারিয়ে দিয়ে তার মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠার গল্পগুলোই বললেন তার ইউল্যাবের উৎসুক ভক্তদের। ঠিক যেন জীবন-মৃত্যুর মাঝে এই লড়াইটা তিনি রীতিমত রক অ্যান রোল করতে করতেই জয় করে ফেললেন।

 

অনুষ্ঠানটিতে অ্যাকস্টিক সেশনেরও আয়োজন করা হয়। ক্যাম্পাস-এ এর মিলনায়তনে অনুষ্ঠানটি ৩টায় শুরু হয়ে শেষ হয় বিকাল সোয়া ৪টায়। ##

পছন্দের আরো পোস্ট