ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

শারমিন রহমানের কবিতা “দৃষ্টির অন্তরালে ”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬ ০ বার পড়া হয়েছে

হয়তো আমি হারিয়ে যাবো
বাঁকা পথের মত
চলে যাবো অনেক দূরে
থাকবে স্মৃতি শত

 

শস্য-শ্যামল ধু-ধু মাঠে
শহর বন্দর পুকুর ঘাটে
খুঁজবে তুমি হন্যে হয়ে
অচিন দেশের ঘাটে ।

 

পথের মাঝে পথ হারিয়ে
সবুজ ভরা মাঠে
স্বজন হারা পাখির মত
ফিরবে বাটে বাটে

 

সন্ধা বেলা শ্রান্ত পথিক
ফিরবে যখন নীড়ে
পাবে তুমি আমায় তখন
তাহাদেরই ভীরে।
#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শারমিন রহমানের কবিতা “দৃষ্টির অন্তরালে ”

আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬

হয়তো আমি হারিয়ে যাবো
বাঁকা পথের মত
চলে যাবো অনেক দূরে
থাকবে স্মৃতি শত

 

শস্য-শ্যামল ধু-ধু মাঠে
শহর বন্দর পুকুর ঘাটে
খুঁজবে তুমি হন্যে হয়ে
অচিন দেশের ঘাটে ।

 

পথের মাঝে পথ হারিয়ে
সবুজ ভরা মাঠে
স্বজন হারা পাখির মত
ফিরবে বাটে বাটে

 

সন্ধা বেলা শ্রান্ত পথিক
ফিরবে যখন নীড়ে
পাবে তুমি আমায় তখন
তাহাদেরই ভীরে।
#