দৌলতপুরে প্রধান শিক্ষকদের জঙ্গি নির্মূলে মতবিনিময় সভা
কুষ্টিয়ার দৌলতপুরে জঙ্গি নির্মূলে এবং সন্ত্রাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন।
দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন জঙ্গী নির্মূল এবং সন্ত্রাস প্রতিরোধ সংক্রামত্ম বক্তব্য রাখেন।