নোবিপ্রবি মাইক্রোবায়োলজি বিভাগের ৫দফা দাবিতে স্মারকলিপি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা কাসরুম, ল্যাব টেকনিশিয়ান, বিভাগীয় চেয়ারম্যানকে অব্যাহতি, ৪ শিক্ষকের আবাসন সমস্যা, শিক্ষক কমনরুম সহ ৫ দফা দাবী জানান। ১৭ জুলাই (রবিবার) দুপুরে দুই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর যুক্ত বিভাগের ৫ দফা দাবীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন শিক্ষার্থীরা।
তারা দাবী করেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় আমাদের ২জন শিক্ষিকাকে পূর্ব নোটিশ ছাড়াই আবাসিক রুম থেকে বের করে দেওয়া হয়। ২ শিক্ষিকার অনুপস্থিতিতেই তাঁদের জিনিসপত্র বস্তাবন্ধি করে স্তপ করে রাখা হয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অগ্রিপথিক বিভাগের চেয়ারম্যান মো: রুহুল আমিন কে অব্যাহতি দেয়া হয়। কাসরুম, শিক্ষক কমনরুম ও ল্যাবরুম তীব্র সংকট।ল্যাব টেকনিশিয়ান ও কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রয়োজনীয় বইয়ের সংকটের কারনে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
তারা আরো দাবী করেন, এসব সমস্যার কারনে তারা অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে এবং তারা তীব্র সেশনজট এর আশংকায় রয়েছেন। উল্লেখ স্মারকলিপিতে দুই কার্যদিবসের মধ্যে সমস্যাগুলো সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করা হয়।#
আরএইচ