পথশিশু ও অসহায়দের মাঝে ফেডোর পোশাক ও অর্থ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ণ, শনিবার, ৯ জুলাই ২০১৬ ০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ৭ জন তরুণের সাহসী উদ্যোগে গঠিত ‘‘ফেডো সংগঠন’’ আমরা বন্ধু সকলের তরে স্লোগানকে সামনে নিয়ে এবার প্রথমবারের মত ছিন্নমূল অসহায় ও পথ শিশুদের নিয়ে ‘‘ঈদ আনন্দ উৎসব’’ ইভেন্টে পোশাক বিতরণ কার্যক্রম সম্প্রতি সম্পন্ন করেছে।

 

বিতরণকালে তারা ৩৫ জন বৃদ্ধ-বৃদ্ধা ও পথ শিশুদেরকে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি-প্যান্ট, ফ্রগসহ আর্থিক সহায়তা প্রদান করে। বিতরনকৃত পোশাকগুলির আর্থিক সহায়তাকারীরা হলেন- বিভিন্ন দাতা ব্যক্তি, সাধারন মানুষ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। অসহায় মানুষ ও পথ শিশুদেরকে নিয়ে কাজের নেপথ্যে যারা ছিলেন সানি, রুবেল, ইমন, তপু, করিম, শিপন, জাবের, দ্বিপ ও উদয়। এই কাজের পিছনে যারা ছিলেন তারা সকলের দোয়া প্রার্থী। যাতে ভবিষ্যতে এধরনের কাজ আরও বেশি চালিয়ে যেতে পারেন। সর্বোপরি সকলের সাহায্য ও আন্তরিক সহযোগিতায় তারা সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।#

 

আরএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পথশিশু ও অসহায়দের মাঝে ফেডোর পোশাক ও অর্থ বিতরণ

আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ণ, শনিবার, ৯ জুলাই ২০১৬

কুষ্টিয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ৭ জন তরুণের সাহসী উদ্যোগে গঠিত ‘‘ফেডো সংগঠন’’ আমরা বন্ধু সকলের তরে স্লোগানকে সামনে নিয়ে এবার প্রথমবারের মত ছিন্নমূল অসহায় ও পথ শিশুদের নিয়ে ‘‘ঈদ আনন্দ উৎসব’’ ইভেন্টে পোশাক বিতরণ কার্যক্রম সম্প্রতি সম্পন্ন করেছে।

 

বিতরণকালে তারা ৩৫ জন বৃদ্ধ-বৃদ্ধা ও পথ শিশুদেরকে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি-প্যান্ট, ফ্রগসহ আর্থিক সহায়তা প্রদান করে। বিতরনকৃত পোশাকগুলির আর্থিক সহায়তাকারীরা হলেন- বিভিন্ন দাতা ব্যক্তি, সাধারন মানুষ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। অসহায় মানুষ ও পথ শিশুদেরকে নিয়ে কাজের নেপথ্যে যারা ছিলেন সানি, রুবেল, ইমন, তপু, করিম, শিপন, জাবের, দ্বিপ ও উদয়। এই কাজের পিছনে যারা ছিলেন তারা সকলের দোয়া প্রার্থী। যাতে ভবিষ্যতে এধরনের কাজ আরও বেশি চালিয়ে যেতে পারেন। সর্বোপরি সকলের সাহায্য ও আন্তরিক সহযোগিতায় তারা সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।#

 

আরএইচ