গণস্বাস্থ্য মেডিকেলে সনাতন বিদ্যার্থী পরিষদের নতুন কমিটি

10f6f183-d5ff-4e96-bfec-058e72e10a52
সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ইউনিটের সনাতন বিদ্যার্থী পরিষদের ২০১৬-১৭ সেশনের জন্য এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।কমিটিতে ১৮ তম ব্যাচের প্রভাত মণ্ডল কে সভাপতি এবং একই ব্যাচের বর্ণালী সরকার অশ্রুকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

 

 

শনিবার (২৫ জুন) বিকাল ৩ টায় পরিষদের বার্ষিক সভায় সাবেক সভাপতি প্রত্যয় চক্রবর্তী নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এসময় পরিষদের উপদেষ্টা দেবাশীষ সাহা, সাবেক সাধারন সম্পাদক সজীব সাহাসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 
পরিষদের অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি প্রমিলা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শিব শংকর রায়, সাংগঠনিক সম্পাদক অনামিকা এষা, ছাত্র কল্যান সম্পাদক মিঠুন কূমার ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তনুশ্রী চক্রবর্তী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্ঝরা রায়,কার্যনির্বাহী সদস্য সুবির ঘোষ, সৌরভ চন্দ্র দাশ,ব্যাবলিন প্রধান,তিলোত্তমা রায় ও চিরঞ্জিত হালদার।

 

 

উল্লেখ্য, সংগঠনটি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পূজা এবং বিভিন্ন ধর্মীয় দাবী দাওয়া আদায়ে কাজ করে আসছে।

 

লেখাপড়া২৪/এমটি/২৫২

পছন্দের আরো পোস্ট