জাবি সাংবাদিকদের সিনেট অবরোধ স্থগিত

51e4721e-e629-4fe2-96d3-96e37758366d

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যে আশ্বাসের ভিত্তিতে ৩৫তম সিনেট অধিবেশন অবরোধের কর্মসূচী স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।শনিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে সাংবাদিক প্রতিনিধিদের ডেকে এ আশ্বাস দেন তিনি।

 

 

 

এ সময় উপাচার্য বলেন, আগামীকাল রোববার (২৬জুন) সকাল ১০টায় জরুরী সিন্ডিকেট ডেকে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে সাংবাদিকরা পূর্ব ঘোষিত অবরোধ প্রত্যাহার করে নেই।এ বিষয়ে সাংবাদিক নেতারা জানান, আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে পূর্ব ঘোষিত অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। আমগামীকাল (২৬জুন) জরুরী সিন্ডিকেটে যদি আমাদের দাবি মোতাবেক ব্যবস্থা গ্রহণ না করা হয়। তাহলে অবরোধ সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

শুক্রবার (২৪জুন) রাতে বিডিনিউজের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা। স্মারকলিপিতে শনিবার দুপুর ১টার মধ্যে ব্যবস্থা না নিলে সিনেট অধিবেশন অবরোধের আল্টিমেটাম দেন তারা।

 

লেখাপড়া২৪/এমটি/২৫১

পছন্দের আরো পোস্ট