শেকৃবিতে ঈদ ও গরমের ছুটি শুরু

গরমের ছুটি, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ১৮ দিনের ছুটি শুরু হয়েছে আজ।

 

গরমের ছুটি থাকায় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও অফিস চলবে ৩০ জুন পর্যন্ত। এছাড়া নির্ধারিত ফাইনাল পরীক্ষা চলবে। আগামী ১২ জুলাই থেকে আবার শুরু হবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।এছাড়া ঈদের ছুটিতে ছাত্রদের আবাসিক হল খোলা থাকলেও ছাত্রী হলগুলো বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

এদিকে লম্বা ছুটি পেয়ে ঘরমুখী হয়েছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যেই কয়েক হলের ডাইনিং বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা। নিয়মিত ক্লাস-পরীক্ষা না থাকায় ক্যাম্পাসে নিরবতা বিরাজ করছে। ##

 

এমএইচ

পছন্দের আরো পোস্ট