জাবি সাংবাদিক সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সত্যকে জাতির সামনে উপস্থাপন করার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাদের কারণেই আমাদের এ ক্যাম্পাস দেশবাসীর কাছে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত লাভ করছে। আমি আশা করি এ ধারা অব্যাহত থাকবে।

 

সমিতির উপদেষ্টা অধ্যাপক মো. শাহেদুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এ আয়োজনের মধ্য দিয়ে সকল দলমত, ধর্ম নির্বিশেষে সকলে একত্রে হতে পেরেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করেছে। এ ধারা অব্যাহত থাকলে এ ভ্রাতৃত্ব আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। এ জন্য তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান।

 

সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মওদূদ আহম্মেদ সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন মো. আমির হোসেন, সাংবাদিক সমিতির সাবেক উপদেষ্টা অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, জাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী জাকির হোসাইন, সহ-সভাপতি জুনাইদ আলী সাকি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল প্রমুখ।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট