বাংলাদেশ ষ্টুডেন্ট কাউন্সিলের উদ্দ্যোগে ইফতার মাহফিল

13443259_1123577657665441_13193046606744381_oবাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২০ জুন মহাখালীর শাহীন হলে ইফতার মাহফিল ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সহ-সম্পাদক রাগিব আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা বহনকারী বীর মুহিবুল ইসলাম ইদু, ফ্লাইট লে. লেফটেনেট টিপু সুলতান, ম্যাজিস্ট্রেট ফয়সাল সিদ্দিকি(অ্যাডভোকেট ঢাকা সুপ্রিম কোর্ট), অ্যাডভোকেট তানহা ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান প্রিন্স, আহলাদ হোসেন ও তিয়াশ আহমেদ, সিফাত কবীর প্রমুখ।

13517494_1123577654332108_1829777479121852037_o (1)

অনুষ্ঠানে কাউন্সিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেইসাথে ভবিষ্যতে কাউন্সিলের কী কী প্রোজেক্ট থাকবে এবং কোন কোন লক্ষ্য নিয়ে কাজ করা হবে সেসব বিষয় নিয়েও আলোচনা করা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট