
ঢাবিতে জাতীয় বাজেট প্রসঙ্গে প্রেস কনফারেন্স শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসির উদ্যোগে আগামী (২৪ জুন ২০১৬) শুক্রবার সকাল ১১টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী মাল্টিমিডিয়া কক্ষে (পুরাতন সিনেট কক্ষ) ২০১৬-২০১৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রসঙ্গে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে বক্তব্য রাখবেন। এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিআইডিএসএর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।
সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফের পক্ষ থেকে উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত থাকার জন্য আপনার প্রতিষ্ঠানের একজন রিপোর্টার এবং ক্যামেরাম্যান/ফটো-সাংবাদিক প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।