চবিতে ডিসকুর আলোচনা ও ইফতার পার্টি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসঅ্যাবল্ড স্টুডেন্ট’স সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিসকু)র আয়োজনে ১৬জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়ে গেলো তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা ও ইফতার পার্টি ২০১৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-অর্থ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ হেলাল আকবর চোধুরী বাবর। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা আজ সমাজে সর্বাত্মকভাবে সফলতার দ্যুতি ছড়িয়ে যাচ্ছে, প্রতিবন্ধীরা এখন আর প্রতিবন্ধী নেই তারা বিশ্বকে জয় করেছে।আমরা আমদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের সুবিধার্থে নানামূখী উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি। চবি কে আগামীতে প্রতিবন্ধীবান্ধব ইনক্লোসিভ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্যে প্রো-ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.শিরিন আক্তার বলেন, চবি’র প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমার সন্তানতূল্য তাদের এই সংগঠন প্রতিবন্ধীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তাদের সংগঠন আরো শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আলোচনায় আরও বক্তব্য রাখেন জীবনের আলো অনলাইন নিউজের প্রকাশক ও চেয়ারম্যান- আলহাজ্ব লায়ন দিদারুল আলম চৌধুরী(এমজেএফ), আলী আজগর চৌধুরী- প্রক্টর, চবি, আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় চট্টগ্রামের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইপসা’র কর্মকর্তা ভাস্কর ভট্টাচার্য, সময়ের নিউজের সহ-সম্পাদক ও বসকোর চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল মাহমুদ। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিবন্ধীদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করা হয় চবি’র আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফরিদুল আলমকে।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ডিসকু’র সভাপতি মোঃ সোলাইমান বাদশা, অনুষ্ঠানের প্রারম্ভে সাংঠনিক রূপরেখা ও প্রতিবন্ধীদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন ডিসকুর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন ডিসকুর সিনিয়র সদস্য খোরশেদ আলম ও তামান্না তাসমিয়া তুয়া। এছাড়াও অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহায়তা করেছে যুবলীগ কর্মী আমজাদ হোসেন, সালাহউদ্দিন কাদের প্রমূখ।#
আরএইচ