খুবির খান জাহান আলী হলে বৃত্তি প্রদান ও ইফতার

আজ (১৭জুন) শুক্রবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলে শিক্ষাসহায়ক বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারপূর্বে অনুষ্ঠিত শিক্ষাসহায়ক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

 

তিনি বলেন, হল ফান্ড থেকে এ ধরনের বৃত্তি প্রদান অনুষ্ঠান এই প্রথম যা খান জাহান আলী হলে চালু হলো। এর ফলে আবাসিক ছাত্রদের মধ্যে অধ্যায়নে আরও মনোযোগ ও প্রতিযোগিতার সৃষ্টি হবে। আবাসিক শিক্ষার্থীরা যে বৃত্তি পাচ্ছে তা তাদের আর্থিক কল্যাণে আসবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরবর্তীতে অন্যান্য হলেও এ ধরনের বৃত্তি চালু হতে পারে। উপাচার্য হলের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-েও সম্পৃক্ত হওয়ার আহবান জানান এবং আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য প্রভোস্টবৃন্দকে ভেবে দেখার অনুরোধ জানান।

 

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও খানজাহান আলী হলের প্রাক্তন প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিসিপ্লিন থেকে মেধা ও সহশিক্ষা কার্যক্রমে পারফরমেন্স অনুযায়ী একজন করে শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।

 

এ সময় ডিন প্রফেসর ড. মোহাঃ ইসমত কাদির, প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. হোসনে আরা, খানবাহাদুর আহসানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানসহ খানজাহান আলী হলের প্রাক্তন প্রভোস্টবৃন্দ এবং হলের সহকারি প্রভোস্টবৃন্দ ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে মহান আল্লাহ পাকের রহমত বরকত মাগফেরাত এবং বিশ্ববিদ্যালয় ও বৃহত্তর মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট