ইউল্যাবে ম্যাথ আড্ডা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুন ২০১৬ ০ বার পড়া হয়েছে

বৃহঃস্পতিবার (১৬ জুন) ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব-এর আয়জনে একটি “ম্যাথ আড্ডা” অনুষ্ঠিত হয়। সেখানে ভার্সিটির সিএসসি ডিপারমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট ডঃ সাজ্জাদ হোসেইন এবং সকল ম্যাথ ডিপার্টমেন্ট এর শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

ভার্সিটির সহকারী অধ্যাপক আবুল কালাম আল আজাদ ম্যাথ ফর ইঞ্জিনিয়ারস এর উপর ২ ঘণ্টার একটি সেশন এ ইঞ্জিনিয়ার দের ভালোভাবে ম্যাথ চর্চা ও বেশি বেশি ক্রিয়েটিভ হওয়ার কথা বলেন। তারপর ছাত্র -ছাত্রী ও শিক্ষক দের প্রশ্ন সেশন এর মাধ্যমে সেমিনার শেষ হয়। এছাড়া সামনে আরো ম্যাথ নিয়ে বিভিন্ন ম্যাথ অলিম্পিয়াড,ম্যাথ ওয়ারকশপ করারও আশ্বাস দিয়েছন ভার্সিটির সহকারী অধ্যাপক টি এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের দীপা ও পূজা ।#

 

আরএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউল্যাবে ম্যাথ আড্ডা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২২:৪০ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুন ২০১৬

বৃহঃস্পতিবার (১৬ জুন) ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব-এর আয়জনে একটি “ম্যাথ আড্ডা” অনুষ্ঠিত হয়। সেখানে ভার্সিটির সিএসসি ডিপারমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট ডঃ সাজ্জাদ হোসেইন এবং সকল ম্যাথ ডিপার্টমেন্ট এর শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

ভার্সিটির সহকারী অধ্যাপক আবুল কালাম আল আজাদ ম্যাথ ফর ইঞ্জিনিয়ারস এর উপর ২ ঘণ্টার একটি সেশন এ ইঞ্জিনিয়ার দের ভালোভাবে ম্যাথ চর্চা ও বেশি বেশি ক্রিয়েটিভ হওয়ার কথা বলেন। তারপর ছাত্র -ছাত্রী ও শিক্ষক দের প্রশ্ন সেশন এর মাধ্যমে সেমিনার শেষ হয়। এছাড়া সামনে আরো ম্যাথ নিয়ে বিভিন্ন ম্যাথ অলিম্পিয়াড,ম্যাথ ওয়ারকশপ করারও আশ্বাস দিয়েছন ভার্সিটির সহকারী অধ্যাপক টি এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের দীপা ও পূজা ।#

 

আরএইচ