সংবাদ শিরোনাম ::
বৃষ্টি তোমার কি?

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬ ০ বার পড়া হয়েছে
বৃষ্টির প্রতিটি ফোটা কেন,
শুধু তোমার কথাই বলে?
তোমার গাঁ ভিজিয়ে চুলগুলোকে-
আধবেলা নাকি পাটের দড়ি করে রাখবে ।
তোমার হাতে করা কফির মগ
আমাকে দেবে আর মনের চোখে,
দুর থেকে তোমায় দেখ দেখতে হবে ।
ছুতে পারব না,তবে
কাঁদায় লুটোপুটি করতে দেবে
এই বেহায়া বৃষ্টির চোখে আমি,
শুধুই দর্শক আর তুমি অভিনেত্রী ।
কি বলেছ তুমি বৃষ্টিকে?
বলবে নাকি না !
বুঝে গেছি বৃষ্টি তোমার প্রেমে,
প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে ।
মহারাণী!একটু এসো কোন এক ঝড়ো হাওয়ায়
নয়ত বৃষ্টিবন্দি কোন সাঝে,
আসবে তো ..!
নাকি দর্শকই রইব তোমার কাছে?