চুয়েটে বাজেট ও আয়কর বিষয়ে সমন্বয় সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বাজেট ও আয়কর বিষয়ে এক সমন্বয় সভা অাজ (১২ জুন) রোববার সকালে প্রধান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সভায় রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, সেন্টারের চেয়ারম্যান, হল প্রভোস্ট, অফিস প্রধান, শাখা প্রধান এবং বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের বাজেট ও আয়কর প্রদান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত নেয়া হয়।