ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬ ০ বার পড়া হয়েছে

433c91f5-4445-4704-933c-0f4a0862ddb2

বাগেরহাটের মোরেলগঞ্জে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান , গাছপালা বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষকিসাধিত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক আল আমিন খান (৩২) নিহত হয়েছে।

 

 
সকাল ৯ টার দিকে অত্র উপজেলার বলইবুনিয়া, হোগলাবুনিয়া, চিংড়াখালী, বহরবুনিয়া, পুটিখালী সহ কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ১ ঘন্টা স্থায়ী ঘূর্ণিঝড়ে বহরবুনিয়া ইউনিয়নের তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বলইবুনিয়া ইউনিয়নের আলহেরা কিন্ডার গার্ডেন, কুয়াদাহ মাধ্যমিক বিদ্যালয়, হোগলাবুনিয়া ইউনিয়নের একটি কওমিয়া মাদ্রাসা, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা পাকা বাড়ি ঘর, গোয়ালঘর, হাজার হাজার গাছপালা বিধ্বস্ত হয়েছে।

 

 

এছাড়াও মৌসুমি ফসল ,আবাদি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বজ্রপাতে নিহত আলামিন খান পূর্ব চন্ডিপুর গ্রামের ইউনুছ আলী খানের ছেলে। ঘটনার সময় সে সহ কয়েকজন মাটির কাজ করছিল। এদিক বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যু সরবরাহ বন্ধ ছিল।

 

 

লেখাপড়া/এমটি/১১৬

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত

আপডেট সময় : ০৯:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬

433c91f5-4445-4704-933c-0f4a0862ddb2

বাগেরহাটের মোরেলগঞ্জে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান , গাছপালা বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষকিসাধিত হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কৃষক আল আমিন খান (৩২) নিহত হয়েছে।

 

 
সকাল ৯ টার দিকে অত্র উপজেলার বলইবুনিয়া, হোগলাবুনিয়া, চিংড়াখালী, বহরবুনিয়া, পুটিখালী সহ কয়েকটি ইউনিয়নে ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ১ ঘন্টা স্থায়ী ঘূর্ণিঝড়ে বহরবুনিয়া ইউনিয়নের তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, বলইবুনিয়া ইউনিয়নের আলহেরা কিন্ডার গার্ডেন, কুয়াদাহ মাধ্যমিক বিদ্যালয়, হোগলাবুনিয়া ইউনিয়নের একটি কওমিয়া মাদ্রাসা, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা পাকা বাড়ি ঘর, গোয়ালঘর, হাজার হাজার গাছপালা বিধ্বস্ত হয়েছে।

 

 

এছাড়াও মৌসুমি ফসল ,আবাদি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বজ্রপাতে নিহত আলামিন খান পূর্ব চন্ডিপুর গ্রামের ইউনুছ আলী খানের ছেলে। ঘটনার সময় সে সহ কয়েকজন মাটির কাজ করছিল। এদিক বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যু সরবরাহ বন্ধ ছিল।

 

 

লেখাপড়া/এমটি/১১৬