ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

২০১৬-১৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা রমজানে স্কুল-কলেজ বন্ধ থাকাসহ সার্বিক বিবেচনায় ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অধিদপ্তরের সভাকক্ষে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান (যুগ্মসচিব), আ ন হ সাল্হা উদ্দিন, ড, শেখ আবু রেজা, কারগিরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরিবর্তিত সময়সীমা অনুযায়ী ভর্তির ফল প্রকাশ করা হবে ২৬ জুন। মূল মেধা তালিকা হতে ভর্তির সময়সীমা ২৭ জুন হতে ৩০ জুন এবং অপেক্ষমান তালিকা হতে ভর্তির সময়সীমা ২ জুলাই হতে ২৫ জুলাই। ১৬ আগস্ট থেকে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে ।

 

প্রতিষ্ঠান, টেকনোলজি এবং শিফ্টভিত্তিক আসনসংখ্যাসহ বিস্তারিত বিবরণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট