বাকৃবিতে বৃহত্তর রাজশাহী সমিতির ইফতার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রাজশাহী সমিতির (চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পশুপালন অনুষদ গ্যালারীতে ঐ নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সামছুল আলমের সভাপত্বিতে অনুষ্ঠানে সহ-সভাপতি প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস, প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রফেসর ড. মো. রায়হান হাবিব, প্রফেসর ড. মো. তানভীর রহমান, ড. কামরুজ্জামান সজলসহ বৃহত্তর রাজশাহী সমিতির অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হক। #

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট