ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

জাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ ০ বার পড়া হয়েছে

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মনববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী টিটুকে গ্রাপ্তারের আল্টিমেটাম দেন তারা।

 

বৃস্পতিবার (০৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শফিকের সহপাঠীরা বলেন, শফিকের তো কোন অপরাধ ছিল না। শফিক সন্ত্রাসী মহিতোষ রায় টিটুর হাত থেকে একজন মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছে। শফিক যখন দেখলো এ সন্ত্রাসী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তখন সে একজন দায়িত্ববান ছাত্র হিসেবে তাকে রক্ষা করতে এগিয়ে যায়।

 

শফিকের এ কাজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বাগত জানিয়ে সন্ত্রাসী টিটুকে শাস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা লক্ষ করছি প্রশাসন তা করতে গড়িমসি করছে। এতে স্পষ্ট হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। অবিলম্বে তাকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ে থেকে বহিস্কার করতে হবে।

 

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক রাবিব আহমেদ বলেন, শফিক হামলার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে তা চলবে যতদিননা দুস্কৃতিকারী টিটুর শাস্তির ব্যবস্থা না করা হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাংবাদিক নির্যাতনে কোন ব্যবস্থা না নেয়। তাহলে আপনারা বলে দিন আমরা ব্যবস্থা নিতে পারবো না। সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা প্রকাশ করার অধিকার নেই, সাংবাদিকদের কোন স্থান নেই।

 

বিভাগের সভাপতি উজ্জল কুমার মন্ডল বলেন, শফিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে আজ হাসপাতালে ভর্তি। আমরা প্রশাসনকে বলতে চাই ২৪ ঘন্টার মধ্যে সন্ত্র্রাসী টিটুকে গ্রেপ্তার করতে হবে। আর নয়তো এর পরিনাম ভাল হবেনা।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে উপ-উপাচার্র্য অধ্যাপক আবুল হোসেন সাথে দেখা করে দাবি গুলো তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপ-উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

আপডেট সময় : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মনববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী টিটুকে গ্রাপ্তারের আল্টিমেটাম দেন তারা।

 

বৃস্পতিবার (০৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শফিকের সহপাঠীরা বলেন, শফিকের তো কোন অপরাধ ছিল না। শফিক সন্ত্রাসী মহিতোষ রায় টিটুর হাত থেকে একজন মেয়েকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছে। শফিক যখন দেখলো এ সন্ত্রাসী মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তখন সে একজন দায়িত্ববান ছাত্র হিসেবে তাকে রক্ষা করতে এগিয়ে যায়।

 

শফিকের এ কাজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বাগত জানিয়ে সন্ত্রাসী টিটুকে শাস্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা লক্ষ করছি প্রশাসন তা করতে গড়িমসি করছে। এতে স্পষ্ট হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। অবিলম্বে তাকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ে থেকে বহিস্কার করতে হবে।

 

জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক রাবিব আহমেদ বলেন, শফিক হামলার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে তা চলবে যতদিননা দুস্কৃতিকারী টিটুর শাস্তির ব্যবস্থা না করা হবে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাংবাদিক নির্যাতনে কোন ব্যবস্থা না নেয়। তাহলে আপনারা বলে দিন আমরা ব্যবস্থা নিতে পারবো না। সাংবাদিকরা জাতির সামনে তুলে ধরবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তা প্রকাশ করার অধিকার নেই, সাংবাদিকদের কোন স্থান নেই।

 

বিভাগের সভাপতি উজ্জল কুমার মন্ডল বলেন, শফিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে আজ হাসপাতালে ভর্তি। আমরা প্রশাসনকে বলতে চাই ২৪ ঘন্টার মধ্যে সন্ত্র্রাসী টিটুকে গ্রেপ্তার করতে হবে। আর নয়তো এর পরিনাম ভাল হবেনা।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে উপ-উপাচার্র্য অধ্যাপক আবুল হোসেন সাথে দেখা করে দাবি গুলো তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় উপ-উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ