ইউজিসি’তে ৩৩৯০.৬৯ কোটি টাকার বাজেট
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৬-১৭ অর্থ বছরের ব্যয় নির্বাহে মোট ৩৩৯০.৬৯ কোটি টাকা বাজেট অনুমোদন করেছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সভাপতিত্বে কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় বৃহস্পতিবার (০৯.০৬.২০১৬ তারিখ) এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ সভাটি পরিচালনা করেন।
পাশাপাশি সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২৮২৬.৭৪ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০১৬-১৭ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ৩৫.০৫ কোটি টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে ৩২.২৫ কোটি টাকা বাজেট অনুমোদন করা হয়।
জনাব আবদুল মান্নান, সদস্য (আর্থ সামাজিক অবকাঠামো), পরিকল্পনা কমিশন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মোঃ আলী আকবর, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল, প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, প্রফেসর ড. এম ওহিদুজ্জামান, ডীন, সোশ্যাল সাইন্স এন্ড বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, জনাব মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, জনাব মোঃ মুসলিম চৌধুরী, অতিরিক্ত সচিব (অর্থ বিভাগ) অর্থ মন্ত্রণালয় এবং জনাব মোঃ মিজানূর রহমান, এফসিএমএ, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইউজিসি সভায় উপস্থিত ছিলেন। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ