সংবাদ শিরোনাম ::
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মে মাসের বেতন চেক হস্তান্তর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬ ০ বার পড়া হয়েছে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৫ জুন পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে মে মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, এপ্রিল মাসের বেতন-ভাতার এমপিও কপি ও ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।#