জাবিতে হল বন্ধের প্রতিবাদে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও রমজানের ছুটিতে ১৪ দিন হল বন্ধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন। আজ ( ৮ জুন) মানবন্ধন ও সমাবেশ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অযৌক্তিক ভাবে শিক্ষার্থীদের নৈতিক অধিকার ক্ষুন্ন করে আবাসিক হল বন্ধের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গ্রীষ্মকালীন ও রমজানের ছুটি শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। যা চলেবে ১৭ জুলাই পর্যন্ত। একই সঙ্গে ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।#
আরএইচ