রাবি প্রফেসর সনৎকুমার সাহা স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎকুমার সাহা সম্মাননা গ্রন্থ ‘বাংলাদেশ ইয়েস্টারডে টুডে টুমরো’ (Bangladesh Yesterday Today Tomorrow)-এর প্রকাশনা উৎসব সোমবার সকালে রাবি সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

 

খ্যাতিমান অর্থনীতিবিদ ও অগ্রগণ্য রবীন্দ্র ভাবুক প্রফেসর সুনৎকুমার সাহার জীবন ও সাধনাকে অবলম্বন করে সম্মাননা গ্রন্থটিতে দেশ-বিদেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ ও সারস্বত সমাজের ব্যক্তিত্বদের ১৪টি প্রবন্ধ স্থান পেয়েছে। সেখানে প্রফেসর সাহার নিজেরও দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

সম্মাননা গ্রন্থটির সম্পাদকবৃন্দের অন্যতম ড. মুস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর সনৎকুমার সাহা। খ্যাতনামা কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও পুরো উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

 

অনুষ্ঠানে সম্মাননা গ্রন্থটির অন্যতম সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন গ্রন্থ পরিচিতি ও স্বাগত বক্তব্য দেন। সেখানে অর্থনীতি বিভাগের প্রফেসর মো. ইলিয়াছ হোসেন শোক প্রস্তাব ও সহকারী অধ্যাপক যিনাতুল ইসলাম প্রফেসর সনৎকুমার সাহার জীবনপঞ্জী পাঠ করেন। অনুষ্ঠানে প্রফেসর মো. ইসমাইল হোসেন, ভাষা সৈনিক আবুল হোসেন, প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর কায়েস উদ্দিন, প্রফেসর এম সাইদুর রহমান খান, প্রফেসর জুলফিকার মতিন, প্রফেসর তারিক সাইফুল ইসলাম, কবি রুহুল আমিন প্রামানিক, প্রফেসর এম রফিকুল ইসলাম প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কবি আরিফুল হক কুমার।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট