ঢাবিতে ৪০ দিনের ছুটি শুরু

DU LOGOঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ থেকে শুরু হচ্ছে ৪০ দিনের ছুটি। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিনের এ ছুটির মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, পবিত্র জুমাতুল বিদা, শবেকদর এবং ঈদুল ফিতরের ছুটি। এসব উপলক্ষে ক্লাসগুলো আজ থেকে ৪০ দিনের ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ১৬ জুলাই। তবে এ সময় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত ২৫ মে ২০১৬ বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। #

পছন্দের আরো পোস্ট