খুবিতে বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন কর্মসূচি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের পক্ষ থেকে এবং এনভায়রণমেন্টাল এওয়ারনেস ক্লাবের উদ্যোগে রোববার (৫ জুন) ’বন্যপ্রাণি ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

 

এ উপলক্ষে সকাল সাড়ে দশ টায় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। র‌্যালিটি প্রশাসনিক ভবন চত্ত্বর থেকে শুরু করে হাদী চত্বর হয়ে কটকা স্মৃতি সৌধ পৌঁছে পুনরায় হাদী চত্বরের সামনে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে একটি বকুল গাছ রোপন করেন।

 

এর আগে র‌্যালির উদ্বোধন করে প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন উষ্ণায়নের প্রভাবে বিশ্বপরিবেশ আজ হুমকির সম্মুখিন। পরিবেশ নিয়ে কেবল বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজ উদ্বিগ্ন। মানব বসতি টিকিয়ে রাখতে হলে পরিবেশ সম্পর্কে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, কেবল বছরের একটি দিনেই নয়,পরিবেশের গুরুত্ব প্রতিদিন, প্রতিমুহূর্তে অনুধাবন করতে হবে।

 

তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সম্মিলিত প্রচেষ্টায় ও অংশগ্রহণে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর রাখার জন্য আহবান জানান। অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।

 

এ সময় সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. আফরোজা পারভীনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট