কি দোষ হত মহারাণী ?

087e1393-fc89-4fca-8250-07622e073a48

কি এমন হত যদি হতে তুমি

জীবনানন্দের বনলতা সেন,

কিংবা হতে যদি রোমিওর জুলিয়েট

ভালতো বাসতে পারতাম ।

কি দোষ হত রবী ঠাকুরের মৃণালীনি হলে

অথবা নজরুলের প্রমিলা,

ফরহাদের শীরি বা মজনুর লাইলীর মত

সমাপ্ত-অসমাপ্ত প্রেম !

মহারাণী! তুমি তোমার আর আমার মাঝে-

কয়েক সমুদ্র দুরত্ব সৃষ্টিতে ভাল আছ তো ?

ভাল থাকা আর ভাল আছির মধ্যে

পার্থক্যই বুঝলে না ।

মহারাণী! সময় কিন্ত ফুড়িয়ে যায়নি

হঠাৎ একদিন দেখবে তোমার

সব কিছুই আছে,শুধু নেই আমি-

মহারাণী! তুমি বুঝবে না,সে কথা জানি ।

 

 

লেখাপড়া২৪/এমটি/ ১০৪

পছন্দের আরো পোস্ট