ইউজিসি নবনির্বাচিত কর্মচারী ইউনিয়নের অভিষেক
ইউজিসি কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ (১জুন) বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি এবং জনাব দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক, বিএলএফ। এছাড়া জনাব মোঃ কামাল হোসেন, সভাপতি, ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কফিল উদ্দিন, সভাপতি (এডহক কমিটি) ইউজিসি কর্মচারী ইউনিয়ন।
উল্লেখ্য যে, ইউজিসি কর্মচারী ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন, সভাপতি এবং ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যা সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ নুর ইসলাম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ ইমরান হোসেন। ৯-সদস্য বিশিষ্ট এ কার্যানির্বাহী কমিটি পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও কমিশনের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।