সংবাদ শিরোনাম ::
হাবিপ্রবির দুই ছাত্রের তৈরি থ্রিডি শুটিং গেম

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
হাবিপ্রবির দুই ছাত্র তৈরি করেছে থ্রিডি শুটিং গেমস। গেমটির নাম : ” হেভেন অফ ডেসট্রাকশন ” । গেমটি ডেভলপ করেছেন সি.এস.ই লেভেল ৪, সেমিস্টার ১ এর ছাত্র রিংকু এবং নুরুল আমিন। গেমটি অসাধারণ কিছু ফিচার নিয়ে এসেছে যেমনএই গেম এ ফিচার হিসেবে আছে লেজার শট বীম, বাস্তব অ্যানিমেশন, চমৎকার গ্রাফিক্স, ম্যাপ, স্কোরিং, হরিবল সাউন্ডএবং
আরও অনেক কিছু যা আপনাকে অনুভব করাবে যে আপনিই বাস্তবে ওই 3D ওয়ার্ল্ড এর মধ্যে ঢুকে শত্রুর মোকাবেলা করছেন। গেমটির মূল থীম তিনটা। এ্যাকশন, এ্যাকশন এ্যান্ড মোর এ্যাকশন।গেমটির একটি ডেমো ভারসন মুক্তি পেয়েছে ২৯ শে এপ্রিল, ২০১৬।
গেমটি উইন্ডোজ ৬৪ বিট এ খেলা যাবে। ডাউনলোড লিঙ্ক :
https://mfi.re/download/3nj4ttl7sohzo78/
HEAVEN_OF_DESTRUCTION_%28demo%29.zip